মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০২:১০ পূর্বাহ্ন
সমরেন্দ্র রায় :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জে অসহায় ও অতি দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আজ দুপুরে সোমবার (৩০ জানুয়ারি) কমলগঞ্জ হীড বাংলাদেশ অফিসে পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় ও হীড বাংলাদেশ এর বাস্তবায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান। হীড বাংলাদেশ এর অপারেশন ডাইরেক্ট ডা. সুবির খিয়াং বাবু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, হীড বাংলাদেশ এর এডমিন ম্যানেজার আব্দুছ ছালাম।
হীড বাংলাদেশ আদমপুর ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী লেবিও বৈদ্য এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হীড বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার তপন সাহা সহ আরো অনেকে।
অনুষ্ঠানে অসহায় ও অতি দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।