মৌলভীবাজার মনু নেট হাই স্পীড ইন্টানেটের ফাইবার চুরি,আটক ২
আপডেট টাইম :
সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
১৩৪
বার পঠিত
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার দিন দুপুরে মনুনেট হাই স্পীড ইন্টারনেটের ফাইবার ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৯ জানুয়ারী) দুপুর অনুমান ১২ ঘটিকার সময় সদর থানার জগন্নাথপুর কাজীবাড়ি রোডে নিকট থেকে ফাইবার ক্যাবল চুরি করে নিয়ে যায়। ফাইবার আইডি লিং বিডি ৪৪৪০৬। এব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় একটি অভিযোগ করেছেন এমডি মাহবুবুর রহমান। ফাইবার ক্যাবল চুরির ঘটনায় পুলিশ ওবায়েদুল ইসলাম(২৩) ও মুস্তাকিন আহমেদ(২২) নামে দুই ব্যক্তিকে আটক করেছে। থানার অভিযোগে জানাযায়, মৌলভীবাজার কাশীনাথ রোডের মাহবুবুর রহমান এই কোম্পানীর এমডি হিসেবে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছেন। তার ব্যবসায়ীক সুনাম নষ্ট ও ক্ষতি সাধন করার জন্য একটি কুচক্রী মহল জগন্নাথপুর কাজী বাড়ির নিকট থেকে মূল্যবান ফাইবার ক্যাবল কেটে একটি সিএজি গাড়ীতে নিয়ে যায়। পরদিন সোমবার(৩০ জানুয়ারী) মাহবুবুর রহমান স্থানীয় এলাকাবাসীর নিকট থেকে খোঁজ খবর নিয়ে চোরদের পরিচয় নিশ্চিত হয়ে কৌশলে ওবায়েদুল ইসলামকে থানায় নিয়ে আসেন। তার স্বীকারোক্তির ভিক্তিতে মুস্তাকিন আহমেদ(২২)কে ফোন করে থানায় আনা হয়। পরে তাকেও আটক করা হয়। এসময় তারা চুরির ঘটনা স্বীকার করে এবং মৌলভীবাজার চৌমূহনাতে একটি মুদির দোকানে আছে বলে জানায়। তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি
সম্পাদক ও প্রকাশক: শেখ সিরাজুল ইসলাম সিরাজ
মোবাইল: ০১৭১১-৯০৬৪১৪/০১৭৬১৭১৫৭৮৬
সম্পাদক মন্ডলীর সভাপতি মকিস মনসুর আহমদ ।। বাংলাদেশ অফিস: জুলিয়া শপিং সিটি, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার।
ঢাকা অফিস: এম শাহাজাহান মিয়া ৫৬/৪মতিঝিল, ঢাকা, মোবাইল: ০১৮১১-৯৫৫৫১৭। আমেরিকা অফিস: সৈয়দ গৌছুল হোসেন মোবাইল: +১৬৩১৮০৫৩৭০৯ লন্ডন অফিস: শাহিনুল হক মঞ্জু +৪৪৭৫৩৫৪১৪৬৪১
e-mail : newsmkp@gmail.com/
onlinemkantho@gmail.com