1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১১:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সকলকে ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি

এটাই এই চরিত্রের চ্যালেঞ্জিং পার্ট: শুভশ্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৬৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: চোখে মোটা ফ্রেমের চশমা, মাথাভরা পাকা চুল আর হাতে রান্নার জাদু। এভাবেই ইন্দুবালা হয়ে উঠেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজের ফার্স্টলুকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী। রোববার (২৯ জানুয়ারি) প্রকাশ্যে এল টিজার।
বিয়ের পর সিনেমার পর্দায় ক্যামব্যাক করেই একের পর এক চমক দিচ্ছেন শুভশ্রী। ‘পরিণীতা’, ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’ সব সিনেমাতেই নতুন নতুন অবতারে পর্দায় এসে অনুরাগীদের চমকে দিয়েছেন। এবার সিরিজে পা রাখলেন অভিনেত্রী। আর তাতেই তার রূপে দেখা গেছে বড়সড় পরিবর্তন। প্রস্থেটিকের সাহায্যে বৃদ্ধার বেশ ধারণ করেছেন। আর তাতেই বাজিমাত করেছেন টলিউডের সুন্দরী।
কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’কে ওয়েব সিরিজের রূপ দিচ্ছেন দেবালয়। সেই সিরিজেই মুখ্য ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে দেখা যাবে এই সিরিজ।
টিজারে ইন্দুবালার হাতের জাদুর পাশাপাশি অতীতে টানাপোড়েনের কাহিনি দেখানোরও আভাস দিয়েছেন পরিচালক। যাতে ঠাঁই পেয়েছে দেশ ছাড়ার ইতিহাস, স্বজন হারানোর যন্ত্রণা। এর পাশাপাশি বাঙালির একান্ত আপন রসনাতৃপ্তির নানা কাহিনিও দেখা যেতে পারে।
ইন্দুবালা হিসেবে শুভশ্রীকে দেখে প্রশংসা অনেকেই করেছেন। কেউ কেউ আবার সমালোচনাও করেছিলেন। ইন্দুবালার বেশি বয়সের চরিত্রে কি কোনও বয়স্ক অভিনেত্রীকে নেওয়া যেত না? এমনটাই প্রশ্ন ছিল নিন্দুকদের।
এই প্রশ্নের জবাব দিয়ে শুভশ্রী বলেন, যদি অন্য কোনও বয়স্ক মহিলাকে নিত তাহলে আমি কাজটা করতাম না। এটাই এই চরিত্রের চ্যালেঞ্জিং পার্ট। এই সুযোগটা ছিল বলেই এই চরিত্রটা আমাকে আকর্ষণ করেছে। আমাকে পরিশ্রম করার সুযোগ দিয়েছে। আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। তাই আমরা এভাবে কাজটা করেছি।
জানা গেছে, আসছে মার্চ মাস থেকেই হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজটি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..