শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০১:১৯ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : তামিম ইকবাল ও সাই হোপের ব্যাটিং তাণ্ডবে কুমিল্লার সামনে ২১১ রানের লক্ষ্য দাঁড় করায় খুলনা টাইগার্স। চলমান বিপিএলের সিলেট পর্বের শেষ ম্যাচটি এতোটা হাড্ডাহাড্ডি হবে কল্পনাও করেনি দর্শকরা। পাহাড় সমান ওই লক্ষ্য তাড়া করতে গিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স জবাব দেয় মোহাম্মদ রিজওয়ান ও জনসন চার্লসের ব্যাটে।
ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানি ব্যাট রিজওয়ান শুরুতে এলোমেলো করেন খুলনার বোলিং। আর ম্যাচটি সেঞ্চুরিতে ফিনিশিং করেন চার্লস। তার ৫৬ বলে ১০৭ রানের ইনিংসে কুমিল্লা ১০ বল আগে ৭ উইকেটে জয় তুলে নেয়।
যা বিপিএলে সর্বোচ্চ রান তাড়া করে জয়। এর আগে ২০২০ সালে ঢাকা প্লাটুনের করা ২০৫ রানের জবাবে খুলনা টাইগার্স ২ উইকেটে করেছিল ২০৭ রান।
চার্লসের এটি বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি। ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১০৫ রান করেছিলেন। আজকের ইনিংসটি ছিল বেশ সাজানো গোছানো। প্রথম ৩১ বলে তার ব্যাট থেকে আসে মাত্র ৩৪ রান। পরের ২২ বলে ক্যারিবীয়ান ক্রিকেটার তোলেন ৬৬ রান।