মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১২:৩২ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রæয়ারি) সকাল ১১টা কলেজের হলরুমে এ অনুষ্ঠান হয়। কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্ণিং বডির সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল। নবীন বরন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের রসায়ন বিভাগের প্রভাষক শর্মিলা সিনহা।
ইতিহাস বিভাগের প্রভাষক নাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রভাষক বিশে^শ্বর দেবনাথ, সেলিম আহমেদ চৌধুরী, রাবেয়া খাতুন, তাপস রানী পাল, সুভাস সিংহ, একাদশ শ্রেণীর ছাত্রীদের উদ্যোগে উপদেশমুলক বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী রায়না আক্তার, মাইশা আক্তার।