বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি : জুড়ীতে মায়ের সাথে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সায়েম নামে ৪ বছরের এক শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামে ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিরইনতলা গ্রামের বাসিন্দা, ওমান প্রবাসী কামরুল ইসলামের ২ ছেলে ও ১ মেয়ের মধ্যে সবার বড় সায়েম। মানসিক প্রতিবন্ধী মা জোসনা বেগম প্রতিদিনের মত তিন সন্তানকে গোসল করাতে বাড়ির কাছে জুড়ী নদীতে নিয়ে যান। পানিতে নামিয়ে গোসল করানোর এক পর্যায়ে সায়েমকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে ঘন্টাখানেক প্রচেষ্টার পর পানির নিচ থেকে সায়েমকে উদ্ধার করে ফুলতলা বাজারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুড়ী থানার এস আই আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারো কোন অভিযোগ না থাকায় স্থানীয় ভাবে সবার সম্মতিতে লাশের ময়নাতদন্ত হয়নি।