মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের আয়োজনে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ক.ম ফারুক আহমদ এর সভাপুিতত্বে এবং শিক্ষক আক্তারুজ্জামানের পরিচালনায় ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: ফজলুর রহমান,সাবেক প্রধান শিক্ষক প্রীতিবিকাশ পাল, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মঈনুল হক, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক তুলসী রানী সরকার,সহকারি প্রধান শিক্ষক আবুল আলা মওদুদ। বিদ্যালয়ে ৬৩টি ইভেন্টে ১২৪৪ জন ছাত্র অংশ গ্রহন করে।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন পুরস্কার বিতরণ করেন, ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (শরীরচর্চা) বিমান জ্যোতি দেব।