আজ বীর মুক্তিযোদ্ধা,আইনজীবি,সাংবাদিক মুজিবুর রহমানের ৭৫তম জন্মদিনঃ আমাদের শুভেচ্ছা
আপডেট টাইম :
বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
৭৬
বার পঠিত
বিশেষ প্রতিনিধি: আজ ৯ফেব্রুয়ারী ২০২৩ইং বৃহত্তর সিলেটের বর্ষীয়ান সাংবাদিক-কলামিষ্ট প্রবীণ আইনজীবি বীর মুক্তিযোদ্ধা ও বহু গ্রন্থ প্রণেতা মুজিবুর রহমান মুজিবের পচাত্তরতম জন্মদিন। ১৯৪৮ সালের ৯ই ফেব্রুয়ারী সদর উপজেলাধীন পাঁচ নম্বর আখাইল কুরা ইউনিয়ন অন্তর্গত রসুল পুর মিয়ার বাড়িতে তাঁর জন্ম। পিতা মরহুম আলহাজ্ব মোহাম্মদ মমতাজ এবং মাতা মরহুমা আলহাজ্ব আমিরুন্নেসা মমতাজের প্রথম সন্তান মুজিবুর রহমান মুজিব একাত্তোর সালের মহান স্বাধীনতা সংগ্রামী ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের মার্ষ্টাস ফাইন্যান্স এর ছাত্রঅবস্থায় মহান মুক্তিযুদ্ধে যোগদান করেন। স্বাধীনতা উত্তর কালে মার্ষ্টাস ও আইনে স্নাতক ডিগ্রি নিয়ে মৌলভীবাজার জেলা বারে এবং
৮২ সালে মহামান্য হাইকোর্টে তালিকা ভুক্ত হন। একজন বিশিষ্ট আইনজীবি হিসাবে তিনি জেলা বারের চারবার সভাপতি,দুবার সম্পাদক এবং এক মেয়াদে পি.পি ছিলেন। তিনি একজন সফল সাংবাদিক ও বটে। দীর্ঘ দিন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক এর গুরু দায়িত্ব পালন করত: বর্তমানে জাতীয় ও আঞ্চলিক পত্র-পত্রিকায় কলাম লিখছেন। দৈনিক মৌমাছি পত্রিকার প্রধান উপদেষ্টা মুজিবুর রহমান মুজিবকে জন্মদিনের দৈনিক মৌমাছি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।
প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি
সম্পাদক ও প্রকাশক: শেখ সিরাজুল ইসলাম সিরাজ
মোবাইল: ০১৭১১-৯০৬৪১৪/০১৭৬১৭১৫৭৮৬
সম্পাদক মন্ডলীর সভাপতি মকিস মনসুর আহমদ ।। বাংলাদেশ অফিস: জুলিয়া শপিং সিটি, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার।
ঢাকা অফিস: এম শাহাজাহান মিয়া ৫৬/৪মতিঝিল, ঢাকা, মোবাইল: ০১৮১১-৯৫৫৫১৭। আমেরিকা অফিস: সৈয়দ গৌছুল হোসেন মোবাইল: +১৬৩১৮০৫৩৭০৯ লন্ডন অফিস: শাহিনুল হক মঞ্জু +৪৪৭৫৩৫৪১৪৬৪১
e-mail : newsmkp@gmail.com/
onlinemkantho@gmail.com