মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১১:৩৯ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক: মৌলভীবাজার সিনেমার মতো দের লাখ টাকার চুক্তির বিনিময়ে সাজাপ্রাপ্ত মূল আসামীর পরিবর্তে ২মাস ১০দিন সাজ কাটলো বুলবুর আহমেদ নামে । গত সোমবার (৭ফেব্রুয়ারী) মৌলভীবাজার জেলা দায়রা জজ আদালতে বুলবুল আহমেদ ঘটনা স্বীকার করলে মূল রহস্য বেড়িয়ে আসে। এঘটনায় মৌলভীবাজার চাঞ্চল্য সৃস্টি হয়েছে। আদালত ও পুলিশ সুত্রে জানাযায়, মৌলভীবাজার এক্সিম ব্যাংক থেকে ৬৪ লাখ টাকা ঋন নেন সদর থানার বাড়ন্তি গ্রামের এ,এম, শেফাকুর ইসলাম। সময় মতো ঋন পরিশোধ করতে না পেরে এক্সিম ব্যাংককে ৬৪ লাখ টাকার চেক দেন এ,এম, শেফাকুল ইসলাম। চেকটি ব্যাংকে টাকা না থাকার কারনে ডিজঅনার হয়। পরবর্তীতে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড আদালতে মামলা দেয়। মৌলভীবাজার জেলা দায়রা জজ আদালত থেকে এ,এম, শেফাকুল ইসলামের ৩ মাসের বিনাশ্রম সাজা হয়। সাজা এড়াতে এ,এম, শেফাকুল ইসলাম আথানগিরি গ্রামের বুলবুল আহমদকে দের লাখ টাকা চুক্তি করেন। চুক্তি মোতাবেক বুলবুল আহমেদ আদালতে এ,এম, শেফাকুল ইসলাম নাম ধারন করে কারাভোগ করতে থাকে। পরে এ,এম, শেফাকুল ইসলাম নামধারী ব্যক্তি জেল সুপারকে জানায় সে এ,এম, শেফাকুল ইসলাম জানায় সে প্রকৃত আসামী নয়। সে দের লাখ টাকার বিনিময়ে এ,এম, শেফাকুল ইসলামের সাজাভোগ করছে। বিষয়টি জেল সুপার মৌলভীবাজার জেলা দায়রা জজকে অবগত করেন। জেলা দায়রা জজ এর আদেশে পুলিশের তদন্তে সঠিক ঘটনা বেড়িয়ে আসে।