1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১২:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সকলকে ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি

টাকাওয়ালা প্রেমিক চান শ্রীলেখা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : রোজ ডে, প্রপোজ ডে, চকোলেট ডে, ভ্যালেন্টাইন্স ডে- ভালোবাসার সপ্তাহ শুরু হয়ে গিয়েছে। সবাই তাদের ভালোবাসার মানুষকে ফুল আর উপহারে ভরিয়ে দিচ্ছেন। ঠিক এমন সময়ই ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। সামাজিকমাধ্যমে তিনি লিখেছেন- রোজ, চকোলেট কিচ্ছু চাই না, বিশ্বাস কর।
পারলে বিশ্বাস ফিরিয়ে দাও ভালোবাসায়।
১০ বছর আগে স্বামী শিলাদিত্য সান্যালের সঙ্গে বিচ্ছেদ হয়েছে শ্রীলেখার। তারপর কি আর প্রেম-বিয়ের কথা ভাবেননি- এমন প্রশ্নে শ্রীলেখা বলেন, না, ভাবতে পারিনি। পাইওনি তেমন কাউকে। ১০ বছর আলাদা থেকে একা থাকার যেন অভ্যাস হয়ে গিয়েছে। নিজের স্পেসে অন্য কাউকে কতটা আমি বরদাশত করতে পারব, সেটাও আমি জানি না। আমিই তো আমার বস। আমার পোষ্যপ্রেম নিয়েই খুশি।
প্রেমের সপ্তাহ নিয়ে শ্রীলেখার মত, আমার তো মনে হয় চারিদিক এত হিংসা, নেগেটিভিটিতে ভরে আছে, তাই বারবার মনে হয় প্রতি সপ্তাহই প্রেমের সপ্তাহ হওয়া উচিত। প্রেমে থাকলে মন ভালো থাকে, মানুষ ভালো কাজ করে।
প্রেম করলে কেমন মানুষ চান-এমন প্রশ্নে শ্রীলেখা বলেন, আমার এমন মানুষ চাই যাকে দেখতে একটু পদের হবে। মাথায় বুদ্ধি থাকবে। আর হ্যাঁ টাকা থাকতে হবে। সৎপথে উপার্জিত টাকা। চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নিয়ে সেই টাকায় সিনেমা বানানোর মতো অসৎ কাউকে চাই না জীবনে। আমার কোনো দিনই বড়লোক বয়ফ্রেন্ড ছিল না। এমন একজন চাই, যে সৎপথে টাকা উপার্জন করেছে। যার টাকায় আমি সিনেমা তৈরি করব।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..