বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
সিলেট প্রতিনিধি :: সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় অবস্থিত হোটেল নির্বাণা ইনের সুইমিংপুলে সাতার কাটতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম রৌদ্র। সে নগরীর জিন্দাবাজার এলাকার বাসিন্দা ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।উক্ত বিদ্যালয় থেকে এ বছর সে এসএসসি পরীক্ষার্থী ছিল।
মঙ্গলবার (২৫ মে) বিকাল ৫টায় এ ঘটনা ঘটে।
নিহত রৌদ্রের সাথে সাঁতার কাটা একরাম হোসেন জানান, বিকাল ৫টার দিকে তারা হোটেল নির্বাণ ইনের সুইমিংপুলে সাতার কাটতে নামেন। এসময় রৌদ্রের সহপাঠিরাও সাথে ছিল। পুলে নামে আধাঘন্টার মধ্যে রৌদ্রকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই অনেক খোজার পরও তাকে না পাওয়ায় হোটেলের কর্মীরা পুলে নামেন। তখন হোটেলের কর্মীরা দেখতে পান রৌদ্র পানির নিছে ডুবে আছে। সেখান থেকে উদ্ধার করে তাকে ওসমানী মেডিকেলের নিয়ে আসা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এখন রৌদ্রর মরদেহ ওসমানী মেডিকেলের ইমার্জেন্সিতে রাখা আছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলে জানান একরাম।