রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক :: ওয়ানডে ক্রিকেটে উইকেট শিকারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসান।
ওয়ানডেতে দেশের হয়ে সর্বোচ্চ ২১৮ টি ম্যাচে ম্যাশের সংগৃহীত উইকেট ছিলো ২৬৯। অন্যদিকে তার থেকে সাতটি ম্যাচ কম খেলেও ২৬৯ উইকেট নিয়ে শীর্ষে উঠে গেলেন সাকিব। ২০৭টি উইকেট শিকার করে তৃতীয় অবস্থানে আছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার ও বর্তমান ক্রিকেট দলের নির্বাচক আব্দুর রাজ্জাক।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে ৩৪৩টি ম্যাচে সর্বোচ্চ ৫৬৯ উইকেট সংগ্রহ করেছেন সাকিব আল হাসান।
আন্তর্জাতিক ক্রিকেটে ১৩৪৭ উইকেট সংগ্রহ করে শীর্ষে আছেন মুত্তিয়া মুরালিধরন। ১০০১ উইকেট শিকার করে দ্বিতীয় অবস্থানে আছেন শেন ওয়ার্ন। আর অনিল কুম্বলে ৯৫৬ উইকেট শিকার করে আছেন তৃতীয় স্থানে।