শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৯:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার; অমর একুশে বইমেলা ২০২৩ ইং সাউন্ডবাংলা প্রকাশনী থেকে মুমিন মেহেদীর সম্পাদনায় প্রকাশিত হয়েছে লেখক-সাংবাদিক ও সংগঠক রুবেল রানা চৌধুরীর প্রথম উপন্যাস জয়িতার হাসি।পাওয়া যাচ্ছে একুশে বইমেলা লিটল ম্যাগ চত্বরের ৭২ নং স্টলে।ইতিমধ্যে ২৪ ফেব্রুয়ারি বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জয়িতার হাসি উপন্যাসে উঠে এসেছে একজন নারীর নির্মমভাবে পতিতা হয়ে উঠা এবং এর পেছনের আর্থিক সামাজিক প্রেক্ষাপট সাথে সাথে উত্তরনের পথ। উঠে এসেছে ছাত্র সমাজের পদস্খলনের গল্প, উত্তরণের কথাও । প্রকাশিত হয়েছে সামাজিক দায়বদ্ধতা কতটুকু থাকা প্রয়োজন। মানুষ হিসাবে আমদের কর্তব্য। প্রবাসী কথাশিল্পী রুবেল রানা চৌধুরী সাংবাদিকতা করার কারণে নির্মম এই বিষয়গুলোকে বিবেকের তাড়নায় উঠিয়ে এনেছেন নিপুন বাক্যবন্ধনে। বইটি সংগ্রহ করলে-পড়লে বুঝতে পারবেন নির্মমভাবে বাংলাদেশে কত নারী যন্ত্রণার ঘাণি টানছে।