শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে ‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে বুধবার সকাল সাড়ে ১১টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সানজিদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) মুক্তি চক্রবর্তী।
এসময় বক্তব্য রাখেন- পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রাব্বানী খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, রাজনগর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান প্রমূখ।
সভায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইউনুস, উপজেলা শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ নিয়ামত উল্ল্যাসহ বীমার সাথে সম্পৃক্ত বিভিন্ন কোম্পানীর কর্মকর্তাবৃন্দ।