শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদদাতা: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, সিলেট এর অভিযানে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন এলাকা থেকে ০৩ টি চোরাই মোটর সাইকেল সহ মোটর সাইকেল চোর চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর ক্যাম্প, সিলেট এর একটি আভিযানিক দল গত ০৭ মার্চ রাতে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন দরবস্থ বাজারের উত্তর পাশে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা- সিলেট জেলার জৈন্তাপুর থানার নিজপাট ইউপিস্থ ডুডিক এলাকার বাসিন্দা আব্দুুল জব্বার এর পুত্র জাকির হোসেন (২১) ও জাহেদ হোসেন (১৯) এবং একই থানার দরবস্ত ইউপির চাল্লাইন এলাকার বাসিন্দা তাহির আলীর পুত্র আবুল কালাম (২০)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।