রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক :: সংযুক্ত আরব-আমিরাত বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে গোল্ডেন ভিসা দিয়েছে। প্রথম সারির বলিউড অভিনেতা হিসেবে তিনিই প্রথম এ ভিসা পেলেন।
আজ (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান সঞ্জয়।
তিনি লেখেন, জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনারস অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) দুবাইয়ের পরিচালক জেনারেল মোহামেদ আহমেদ আল মারির উপস্থিতিতে গোল্ডেন ভিসা হাতে পেয়ে সম্মানিত বোধ করছি।
এক্ষেত্রে সহায়তার জন্য বিমান পরিবহন সংস্থা ফ্লাই দুবাইয়ের কর্মকর্তা হামাদ ওবাইদাল্লাহকেও ধন্যবাদ জানিয়েছেন সঞ্জয়।
দীর্ঘমেয়াদে বিদেশিদের থাকার সুবিধা দিতে ২০১৯ সালে গোল্ডেন ভিসা সুবিধা চালু করে আমিরাত সরকার। এ ভিসা পেলে ন্যাশনাল স্পন্সর ছাড়াই বিদেশিরা দেশটিতে থাকার পাশাপাশি কাজ এবং পড়াশোনা চালিয়ে যেতে পারেন। ৫ থেকে ১০ বছর মেয়াদি এ ভিসা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে যায়।