রবিবার, ২৮ মে ২০২৩, ১১:১৪ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতেছে বাংলাদেশ। সাকিব আল হাসান বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। মেহেদী হাসান মিরাজকে নেওয়া হয়েছে শামীম হোসেন পাটোয়ারীর বদলে।
তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে সাগরিকার পাড়ে দাপুটে জয়ে বাংলাদেশ এগিয়ে আছে ১-০ ব্যবধানে। বিকেল ৩টার এই ম্যাচে লাল সবুজের দল জিতলেই হবে ইতিহাস, টি-টোয়েন্টিতে প্রথম জয়ের পর প্রথম সিরিজ জয়ের ইতিহাস।