সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন
মৌলভীবাজার সদর থানার বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস, নগদ টাকা ও একটি চোরাই মোটরসাইকেলসহ ১। ইমরান উদ্দিন(৩২) এবং ২। সানি কাইয়ুম মিয়া(৩৩) নামে দুজনকে আটক করা হয়েছে।
গতকাল (১১ মার্চ) রাত ১১.১৫ ঘটিকার সময় মৌলভীবাজার সদর থানার এসআই ইমতিয়াজ সরকার সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মৌলভীবাজার উপজেলার কনকপুর থেকে তাদেরকে আটক করে।
থানা সুত্রে জানা যায়, গতকাল রাতে মৌলভীবাজার সদর থানায় গোপন সোর্সের মাধ্যমে সংবাদ আসে যে কনকপুর গ্রামে জনৈক সায়েদ মিয়ার ভাড়াটিয়া মোজাহিদ মিয়ার বসতঘরে একদল যুবক তাস দিয়ে জুয়া খেলছে। এই সংবাদের ভিত্তিতে রাত ১১ ঘটিকায় মৌলভীবাজার সদর থানা অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসর থেকে ৩। মোজাহিদ মিয়া(৩৮) এবং ৪। ইব্রাহিম মিয়া(৪০) নামে দুজন পালিয়ে যায়। সেখান থেকে পুলিশ দুই জনকে আটক করতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫২ টি তাস এবং নগদ ১৩১০ টাকা জব্দ করা হয়।
ঘটনাস্থলে একটি রেজিষ্ট্রেশন বিহীন ১৫০ সিসি পালসার মোটরসাইকেল পাওয়া গেলে পুলিশ গাড়িটির মালিকানা সংক্রান্ত কাগজপত্র দেখতে চায়। কিন্তু আটককৃতরা গাড়ির কোন কাগজাদি দেখাতে পারেনি। পুলিশ গাড়িটির ইঞ্জিন নাম্বারে ঘষামাজা দেখে গাড়িটি চোরাই গাড়ি হিসেবে জব্দ করে।
এই ঘটনায় আটককৃত দুই জন এবং পলাতক দুইজনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় পেনাল কোডের ৩৭৯/৪১১ এবং জুয়া আইনের ০৩/০৪ ধারায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।