মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক : ব্রেস্তকে হারিয়ে লিগ ওয়ানে শীর্ষস্থান আরও মজবুত করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। স্পর্শ করেছে ৩ হাজার গোলের মাইলস্টোন। জয়সূচক গোলে লিগ ওয়ানে পিএসজির সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচে গোল না পেলেও সরব পারফরম্যান্স দেখান লিওনেল মেসি। হন ম্যাচসেরা। গড়েন রেকর্ড।
শনিবার ব্রেস্তের বিপক্ষে ৯০ মিনিট খেলে ৭৬ শতাংশ পাস দেন লিওনেল মেসি। ‘কি পাস’ দেন ৬টি। ৪টি ড্রিবলিংয়ে ৩ বারই সফল হন তিনি। ৬ গ্রাউন্ড ডুয়েলসে ৪ বার জেতেন মেসি। শেষ মুহূর্তে এমবাপ্পের করা জয়সূচক গোলে অ্যাসিস্টও করেন আর্জেন্টাইন সুপারস্টার।
বিজ্ঞাপন
ব্রেস্ত ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে মাঝমাঠ থেকে বাঁ পায়ে বল বাড়ান মেসি। ফাঁকায় বল পেয়ে প্রতিপক্ষের গোলরক্ষককে সহজেই পরাস্ত করেন এমবাপ্পে। সামগ্রিক পারফরম্যান্সে ৮.৩ রেটিং পয়েন্ট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মেসি। আর এমবাপ্পেকে করা অ্যাসিস্টে গড়েন রেকর্ড। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ক্যারিয়ারে ৩০০ অ্যাসিস্টের মাইলস্টোন স্পর্শ করেন মেসি।
রেকর্ড গড়া পারফরম্যান্সে সোশ্যাল মিডিয়ায় চলছে মেসি বন্দনা। একজন টুইটারে লিখেছেন, ‘মেসির বাঁ পায়ের দামই ১০০ বিলিয়ন ডলার।’ একজন লিখেছেন, ‘ফুটবল ইতিহাসের সেরা প্লেমেকার মেসি।’ হারিকেন নামের এক অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়, ‘মেসি সর্বকালের সেরা ছিলেন, আছেন এবং থাকবেনও।’ চিনোন্সো অ্যান্থো নামের একজন লিখেন, ‘এখনও বিশ্বের সেরা প্লেমেকার হয়ে থাকার জন্য মেসিকে অভিনন্দন।’