বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে ১ ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের দিনই আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড (প্রথম দুই ওয়ানডে) ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে স্কোয়াড ঘোষণা করা হয়েছে। যেখানে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। বাদ পড়েছেন তাইজুল ইসলাম, শামীম হোসেনও।
স্কোয়াডে ঢুকেছেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি, জাকির হাসান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ। এই প্রথম টাইগারদের ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন ওপেনার জাকির হাসান।
আউট- শামীম হোসেন, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ।
ইন- ইয়াসির আলি চৌধুরী রাব্বি, জাকির হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড-
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও জাকির হাসান।
বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের ওয়ানডে স্কোয়াড-
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহানি, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্ফাইরেস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।
আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর সূচি (ওয়ানডে):
১ম ওয়ানডে- ১৮ মার্চ, সিলেট
২য় ওয়ানডে- ২০ মার্চ, সিলেট
৩য় ওয়ানডে- ২৩ মার্চ, সিলেট।