1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

অপু বিশ্বাসকে কোলে নিয়ে মঞ্চে ধপাস নিরব, জানা গেল কারণ

  • আপডেট টাইম : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ২৩৩ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: মঞ্চে নাচের পারফর্ম করার সময় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে কোলে তুলতে গিয়ে ধপাস করে পড়ে যান চিত্রনায়ক নিরব। পড়ে যান অপুও। গত শনিবার মুন্সিগঞ্জের একটি অনুষ্ঠানে ঘটে যাওয়া ওই ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল। অনেকে না জেনে সেই ভিডিওটি নিয়ে হাসি-ঠাট্টায় মেতে উঠেছেন।

কিন্তু কী ছিল কারণ? কেন অপুকে কোলে নিয়ে ওভাবে পড়ে গিয়েছিলেন নিরব? ঘটনার দুই দিনের মাথায় অবশেষে মুখ খুললেন অভিনেতা। রবিবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিরব জানালেন, কেন অপু বিশ্বাসকে কোলে নিয়ে ওভাবে পড়ে গিয়েছিলেন। নিরব বললেন, ‘সাধারণত একটি অনুষ্ঠানে যেভাবে স্টেজ করা হয়, শনিবারের আয়োজনে সে রকমটা ছিল না। আমরা টাইলসের ওপর নেচেছি। টাইলসে পা পিছলে যাচ্ছিল। আমরা কেউই টাইলসে নেচে অভ্যস্ত না। যে কারণে বারবার জুতা পিছলে যাচ্ছিল। কার্পেট বা অন্য কিছু হলে এই ধরনের সমস্যা হতো না।’

নিরব বলেন, ‘জায়গাটা ছিল সংকীর্ণ। অন্যদিকে অপুর পোশাকটা ছিল পাতলা পলিয়েস্টার কাপড়ের। সেটাও কিছুটা পিচ্ছিল থাকায় কোলে নিয়ে নাচতে গিয়ে পড়ে যায়। এর বাইরে অন্য কোনো কারণ নেই। মুন্সিগঞ্জে শনিবারের ওই অনুষ্ঠানে নিরব ও অপুও সাত মিনিটের একটি নাচের পরিবেশনা ছিল। সেই পরিবেশনারই শেষ মুহূর্তে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি। তবে পড়ে গিয়েও নাচ থামাননি তারা। ওঠে দাঁড়িয়ে ঠিকই পারফর্ম করতে থাকেন।

ঘটনাটি সম্পর্কে নিরব বলেন, ‘মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি রিসোর্টে আয়োজনটি ছিল। সেখানে আমরা ‘হৃদয়ের আয়না’, ‘জল পড়ে পাতা নড়ে’, ‘বিয়াইন সাব’সহ চারটি গানের সঙ্গে পারফর্ম করি। এর মধ্যে শেষ গান ছিল ‘বিয়াইন সাব’। অভিনেতা জানান, শেষ গান ‘বিয়াইন সাব’-এর সঙ্গে পারফর্মের প্রায় শেষ মুহূর্তে হঠাৎ তার কোল থেকে অপু পিছলে পড়ে যান। সঙ্গে তিনিও। নিরব বলেন, ‘এতে কারও কিছুই হয়নি। আমরা পাঁচ কী ছয় সেকেন্ড পরেই স্বাভাবিকভাবে উঠে দাঁড়িয়ে আবার নেচেছি। এমনকি আবারও অপুকে কোলে নিয়েই নেচেছি।’

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..