1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৯:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
১৭ মার্চ ওড়াতে হবে জাতীয় পতাকা, প্রজ্ঞাপন জারি, পাহাড়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : আইজিপি, অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগী হয়রানি করবেন না : রাষ্ট্রপতি, সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া, পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গণমাধ্যম-পরিবেশমন্ত্রী,সাবেক এমপি নাসের রহমানের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে পুলিশের বাধা পেরিয়ে মৌলভীবাজারে বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ, রমজানে মানুষের কষ্ট লাঘবে ব্যবস্থা নিয়েছি : প্রধানমন্ত্রী, রমজানে বাজার অস্বাভাবিক হলে ডিসিদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ, গুলিস্তান-সায়েন্সল্যাবের বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা নেই : আইজিপি.সপ্তাহে তিন দিন ছুটির কথা ভাবছে সৌদি সরকার. মিয়ানমারে বৌদ্ধ মঠে সেনাবাহিনীর হামলা : নিহত ৩

কুলাউড়ায় ফেনসিডিলসহ শমসেরনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৩৮৫ বার পঠিত

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় ১৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ইজাজ নিসার মুন (৩০) নামে এক ছাত্রদল নেতা ও তার সহযোগী মোঃ মোখলেস আলী (১৮) নামের আরেক যুবককে আটক করেছে বিজিবি। আটককৃত যুবক ইজাজ নিসার মুন হলেন পাশ্ববর্তী কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নের সিংরাউলী গ্রামের বাসিন্দা মোঃ মোত্তাকিনের ছেলে। তিনি শমসেরনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে। আর মোখলেস আলী কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের বাসিন্দা তরমুজ আলীর ছেলে। এদিকে পলাতক রয়েছেন আটককৃতদের সহযোগি শরীফপুর ইউনিয়নের লালারচক গ্রামের মৃত পীর মাহমুদ আলীর ছেলে ওয়াজ কুরুনী (৩২)।

জানা গেছে, সোমবার (১৩ মার্চ) দুপুর ২টায় কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের লালারচক এলাকায় একটি বসতবাড়ি থেকে ১৩ বোতল ফেনসিডিলসহ ইজাজ নিসার মুন ও মোখলেছ আলীকে আটক করে লালারচক ক্যাম্পের বিজিবির সদস্যরা। এ ঘটনায় লালারচক বিওপি’র নায়েব সুবেদার মোঃ আব্দুল মালেক বাদী হয়ে ইজাজ নিসার মুনকে প্রধান আসামী ও মোখলেস আলী ও ওয়াজ কুরুনীকে বিবাদী করে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে লালারচক বিওপি’র নায়েব সুবেদার মোঃ আব্দুল মালেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, লালারচক গ্রামে ওয়াজ কুরুনী নামে এক ব্যক্তির বসতঘরে একত্রে ফেনসিডিল খাচ্ছিলেন মুন ও মোখলেস। পরে অভিযান চালিয়ে সেখান থেকে তাদের দু’জনকে আটক করি। এসময় ওয়াজ কুরুনী পালিয়ে যায়। এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে কুলাউড়া থানায় মামলা দায়ের করেছি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক বলেন, আটককৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..