শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৮:৩০ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার: মৌলভীবাজারে বনবিভাগের বড়লেখা রেঞ্জের পাথারিয়া হিল রিজার্ভ ফরেস্টের অন্তরর্গত সমনভাগ বিটে আগুন লাগিয়ে বনভূমি পুড়ানোর সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবিতে ও সামাজিক বনায়নের নামে প্রাকৃতিক বন ধ্বংসের প্রতিবাদে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মৌলভীবাজার শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত।
আজ শনিবার মৌলভীবাজার শহরের চৌমুহনায় দুপুরে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মৌলভীবাজার প্রধান সংগঠক রেহনোমা রুবাইয়াতের সভাপতিত্বে ও রাজিব সূত্রধরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু,জাসদ মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান আহমেদ রাজা, চারণ সাংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার জেলা সংগঠক হৃদয় অধিকারী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, বিজ্ঞান আন্দোলন মঞ্চ মৌলভীবাজার সরকারি কলেজ সংগঠক ইমতিয়াজ হোসেন ইফতি।