1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৮:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
১৭ মার্চ ওড়াতে হবে জাতীয় পতাকা, প্রজ্ঞাপন জারি, পাহাড়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : আইজিপি, অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগী হয়রানি করবেন না : রাষ্ট্রপতি, সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া, পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গণমাধ্যম-পরিবেশমন্ত্রী,সাবেক এমপি নাসের রহমানের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে পুলিশের বাধা পেরিয়ে মৌলভীবাজারে বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ, রমজানে মানুষের কষ্ট লাঘবে ব্যবস্থা নিয়েছি : প্রধানমন্ত্রী, রমজানে বাজার অস্বাভাবিক হলে ডিসিদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ, গুলিস্তান-সায়েন্সল্যাবের বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা নেই : আইজিপি.সপ্তাহে তিন দিন ছুটির কথা ভাবছে সৌদি সরকার. মিয়ানমারে বৌদ্ধ মঠে সেনাবাহিনীর হামলা : নিহত ৩

উইলিয়ামসন ও নিকলসের ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের রানপাহাড়

  • আপডেট টাইম : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ছয় মাস আগেও অনেকের মনে প্রশ্ন উঠেছিল, কেন উইলিয়ামসন কবে ব্যাট হাতে তার সেরা ফর্ম আবিষ্কার করবেন। ছয় দিন আগেও দলে হেনরি নিকলসের জায়গা ছিল প্রশ্নবিদ্ধ। ওয়েলিংটন টেস্টে সব প্রশ্নের ইতি টানলেন তারা।

ফর্মের তুঙ্গে উঠেছেন উইলিয়ামসন। তার সঙ্গে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন আলো ছড়ালেন নিকলসও। দুজনে গড়লেন ইতিহাস, নিউজিল্যান্ডের একই ইনিংসে ডাবল সেঞ্চুরি করা সতীর্থ তারা। অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে দুজন করলেন ডাবল সেঞ্চুরি, রানপাহাড়ে চাপা পড়ল শ্রীলঙ্কা। কিউইদের ৫৮০ রানের জবাবে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে ২০ রান না হতেই ২ উইকেট হারিয়ে বিপাকে লঙ্কানরা।

৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে শনিবার খেলা শুরু করেন উইলিয়ামসন ও নিকলস। টানা দুই সেশন অবলীলায় ব্যাটিং করে গেছেন। ২৬ রানে খেলতে নামা উইলিয়ামসন ১০৬ বলে করেন হাফ সেঞ্চুরি, তার চেয়ে দ্রুত ফিফটি ছোঁন নিকলস, ৭৯ বলে। ২ উইকেটে ১৫৫ রানের দিন শুরু করা নিউ জিল্যান্ডের প্রথমে সেশন শেষে স্কোর আর কোনও উইকেট না হারিয়ে ৩০৪। ততক্ষণে উইলিয়ামসন তার ২৮তম সেঞ্চুরি হাঁকান। টানা তৃতীয় টেস্টে শতক মারলেন তিনি ১৭১ বল খেলে, ছিল ১০ চার ও ২ ছয়।

লাঞ্চ থেকে চা-বিরতি পর্যন্তও তৃতীয় উইকেটে দুর্দান্ত দুই ব্যাটার। নিকলস উইলিয়ামসনের চেয়ে দুটি বল বেশি খেলে সেঞ্চুরি পান, যা ১৫ ইনিংস পর। ২৮৫ বল খেলে তৃতীয় সেশনের শুরুতে ক্যারিয়ারের ষষ্ঠ ডাবল সেঞ্চুরির দেখা পান উইলিয়ামসন, ধনাঞ্জয়া ডি সিলভাকে চার মেরে। ৪৫৯ বলে তাদের জুটি পৌঁছায় ৩৫০-এ।

২০০ উদযাপনের পর আর ১১ বল টিকে ছিলেন উইলিয়ামসন। ৩২ বছর বয়সী ডানহাতি ব্যাটার থামেন ২১৫ রানে। ২৩ চার ও ২ ছয়ে সাজানো ছিল তার ২৯৬ বলের ইনিংস। প্রভাত জয়াসুরিয়ার শিকার হন সাবেক কিউই অধিনায়ক। ভাঙে ৩৬৩ রানের জুটি।

তার দেখানো পথে নিকলস প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পান। ২৪০ বলে ১৫ চার ও ৪ ছয়ে এই কীর্তি গড়েন বাঁহাতি ব্যাটার। তার ডাবল সেঞ্চুরির পরের বল খেলে ৪ উইকেটে ৫৮০ রানে ইনিংস ঘোষণা করে নিউ জিল্যান্ড। ড্যারিল মিচেলের সঙ্গে ৩০ বলে ৪৯ ও টম ব্লান্ডেলকে নিয়ে ৩৪ বলে অপরাজিত ৫০ রানের জুটি গড়েন নিকলস। ৬ ও ৯২ রানে জীবন পাওয়া ৩১ বছর বয়সী এই ব্যাটার অপরাজিত ছিলেন ২০০ রানে।

বিশাল ইনিংসের জবাবে দলীয় ১৩ ও ১৮ রানে উইকেট হারায় শ্রীলঙ্কা। ৬ রানে ওশাদা ফার্নান্দো উইকেট হারান ম্যাট হেনরির বলে। ১০ বল খেলেও রানের খাতা না খুলে ডগ ব্রেসওয়েলের শিকার কুশল মেন্ডিস। অধিনায়ক দিমুথ করুণারতেœ ও নাইটওয়াচম্যান প্রভাতের ৮ রানের অপরাজিত জুটিতে দিন শেষ করে সফরকারীরা। ২ উইকেটে তাদের স্কোর ২৬ রান।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..