শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক :: ডিপিএলে প্রথম ধাপের করোনা পরীক্ষায় নয় জন করোনা পজিটিভ। ২য় দফা টেস্ট হবে আজই। শিডিউল অনুযায়ী প্রথম দফায় করোনা পরীক্ষা সম্পন্ন ১২ দলের সব ক্রিকেটার ও কোচিং স্টাফের। প্রাথমিক পরীক্ষায় মোট ৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সাতজন ক্রিকেটার এবং দুইজন সাপোর্ট স্টাফ। তারা সবাই বায়ো-বাবলের বাইরে ছিলেন। তবে কোন ক্লাবের বা কাদের শরীরে করোনায় শনাক্ত হয়েছে তা জানানো হয়নি।
কোভিড টেস্টের একাধিক ফলাফলের ওপর নির্ভর করে জৈব সুরক্ষা বলয়ে সব দলের ক্রিকেটাররা থাকবেন চারটা নির্দিষ্ট হোটেলে। কোন ধরণের সমস্যা ছাড়া টুর্নামেন্ট শেষ করতে বধ্য পরিকর সিসিডিএম। কোভিড প্রটোকল থেকে হোটেল ব্যবস্থা, সবকিছুই হবে আন্তর্জাতিক মানের। ২৯ মে হোটেলে ওঠার কথা ক্রিকেটারদের। প্রথম রাউন্ডের খেলা শুরু হওয়ার কথা ৩১ মে।