1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কমলগঞ্জে শিক্ষকদের সম্মেলন ও পরিচিতি সভা অনুষ্ঠিত 

  • আপডেট টাইম : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৩৬৯ বার পঠিত
এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ থেকে: “শিক্ষকের মর্যাদার জয় হোক” এই শ্লোগান নিয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার সম্মেলন ও নবাগত সহকারি শিক্ষকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
       শনিবার (১৮মার্চ) সকাল ১১টায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সমিতির সভাপতি মো. আজিজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রানা রঞ্জন সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজিত পাল।
       বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক বাহার উদ্দিন, জেলা শাখার সভাপতি মো. এনামুল কবির ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান মোহন।
       অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সমিতির জেলা শাখার সদস্য সচিব সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি মামুনুর রশীদ, সাধারন সম্পাদক মোশাহীদ আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবানন্দ কৈরী, প্রধান শিক্ষক গাজী সালাউদ্দিন ও সালাউদ্দিন খালেদ প্রমুখ। অনুষ্ঠানে নতুন সহকারি শিক্ষকদের পরিচিতি ও ফুল দিয়ে বরণ করা হয়।
     পরিচিতি সভা শেষে কাউন্সিল অধিবেশনে মো. আজিজুর রহমানকে সভাপতি ও রানা রঞ্জন সিনহাকে সাধারন সম্পাদক নির্বাচিত হন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..