শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১১:৫২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে যাওয়া চিত্রনায়িকা মাহিয়া মাহি মুক্তি পেয়েছেন। গ্রেপ্তারের ৮ ঘণ্টা ও কারাগারে যাওয়ার প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
গাজীপুর জেলা কারাগারের সুপার আনোয়ারুল করিম প্রথম আলোকে বলেন, আদালত থেকে বেলা ১টা ৫০ মিনিটে মাহিয়া মাহিকে জেলা কারাগারে পাঠানো হয়। এরপর বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁর আইনজীবী আবেদন করলে জামিন মঞ্জুর হয়। কাগজপত্র যাচাই–বাছাই শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় তাঁকে মুক্তি দেওয়া হয়।