1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কমলগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক (অনুর্ধ্ব ১৭) এর শুভ উদ্বোধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩৬৬ বার পঠিত

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব ১৭) ২০২১ এর শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলার প্রথম রাউন্ডের প্রথম খেলায় শমশেরনগর ইউনিয়ন ৫-০ গোলে আলীনগর ইউনিয়নকে পরাজিত করে জয়লাভ করে। বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ২ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১০টি দলের টিম নিয়ে অংশগ্রহণে এ প্রতিযোগিতার শুভ উদ্বোাধন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোসাহিদ আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলাম ইকবাল মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়াম্যান বিলকিস বেগম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সামছুন্নাহার পারভিন, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, মাধবপুর ইউপি চেয়াম্যান পুষ্প কুমার কানু, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো: আনোয়ার হোসেন প্রমুখ।
উদ্বোধনীর খেলার প্রথম রাউন্ডে শমশেরনগর ইউনিয়ন ৫-০ গোলে আলীনগর ইউনিয়নকে পরাজিত করে জয়লাভ করে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..