1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

রোনালদোর গোল, জয় পেল আল-নাসরে

  • আপডেট টাইম : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২১১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : বেশ বাজে সময় যাচ্ছিল আল-নাসরের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। ম্যাচে একের পর এক মেজাজ হারিয়ে তিনি টানা খবরের শিরোনাম হয়েছিলেন। আগের ম্যাচে রেফারির ওপর ক্ষুব্ধ হয়ে দেখেছেন হলুদ কার্ড। তবে এবার স্বস্তি ফিরেছে বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকার। তার গোলের সঙ্গে জয়ে ফিরল আল-নাসরও।

এর আগের রাউন্ডে আল-ইত্তিহাদের মাঠে হেরে লিগ টেবিলের শীর্ষস্থান হারায় নাসর। সেই ম্যাচসহ টানা তিন খেলায় রোনালদো গোলের দেখা পাননি। শনিবার (১৮ মার্চ) আভার বিপক্ষে সৌদি প্রো লিগে নামেন রোনালদোরা।

এদিন প্রথমার্ধে পিছিয়ে পড়ার পরও দ্বিতীয়ার্ধে তারা ঘুরে দাঁড়ায়। ম্যাচের ২৬তম মিনিটে গোল খেয়ে বসে আল নাসর।আব্দুলফাত্তাহ আদাম আহমেদ গোলটি করেন। এরপর বারবার চেষ্টা করেও গোল করতে ব্যর্থ হন রোনালদোরা। তাই আরেকটি হার নিয়েই তাদের মাঠ ছাড়ার শঙ্কা তৈরি হয়। দ্বিতীয়ার্ধেও একই ফলই আসতে থাকে।

অবশেষে ৭৮তম মিনিটে দলকে সমতায় ফেরান রোনালদো। ফ্রি-কিক থেকে পাওয়া অসাধারণ এক গোলে তিনি দলের ডেডলক ভাঙেন। এর পরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আভার জাকারিয়া সামি আল সুদানি। আর ৮৬তম মিনিটে নাসরের সফল স্পট কিকে জয় নিশ্চিত করেন তালিসকা।

 

এর আগে প্রো লিগের ম্যাচে আল-ইত্তিহাদের মাঠে হেরে নাসর লিগ টেবিলের শীর্ষস্থান হারায়। পরবর্তীতে গত মঙ্গলবার কিংস কাপের কোয়ার্টার-ফাইনালে আভার বিপক্ষে দল ৩-১ গোলে জিতলেও ব্যক্তিগতভাবে তেমন আলো ছড়াতে পারেননি রোনালদো। উল্টো মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেন তিনি। শেষ দিকে তাকে তুলেও নেন কোচ।

তবে দলের প্রধান তারকার গোলে জয়ে ফিরেই ইত্তিহাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে নাসর। এই জয়ে ২১ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল নাসর। শীর্ষে থাকা ইত্তিহাদের ১ পয়েন্ট বেশি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..