শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
সিলেট প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জ সমিতি সিলেট এর সাধারণ সভা গত ২০ মার্চ সোমবার রাতে নগরীর গার্ডেন ইন হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে জেষ্ঠ্য আইনজীবী এডভোকেট মোঃ জমিরুল ইসলাম চৌধুরী-কে সভাপতি ও সিলেট মহানগর দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট মোঃ কামরুল হাসান-কে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির অন্যান্যরা হলেন- জেষ্ঠ্য সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক বদরুল আলম বুলবুল।
ফেঞ্চুগঞ্জ সমিতি সিলেটের সভাপতি এডভোকেট জমিরুল ইসলাম চৌধুরী ও নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ কামরুল হাসানের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্যবসায়ী এহতেশামুল হক চৌধুরী, রাজনীতিবিদ এ আর সেলিম, দৈনিক পুণ্যভূমির সম্পাদক মন্ডলীর সভাপতি ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট আব্দুল জলিল খোকন, ডা. বিশ্ব ভূষণ পাল, ময়নুল ইসলাম, ইকবাল হোসেন চৌধুরী ইকু, সৈয়দ শামীম আহমদ, আবুল কালাম আজাদ খান, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল, রাজনীতিবিদ আব্দুল আহাদ খান জামাল।
সভায় সংগঠনটির গঠনতন্ত্র নিয়ে আলোচনা করেন মো. নিজাম উদ্দিন।
সভায় অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জমিরুল ইসলাম বাবলু, সালাউদ্দিন পারভেজ, আমিরুল আলম কবির, জাকির হোসাইন, আব্দুর রব মাস্টার, মোসলেহ উদ্দিন আহমদ, তাহসান আহমদ সুনাম, আব্দুল কাদির রেখন, ওয়াহিদুল ইসলাম তফাদার প্রমুখ।
উল্লেখ্য, পূর্ণাঙ্গ কমিটি আলোচনা সাপেক্ষে গঠিত হবে এবং তা প্রেস রিলিজ আকারে প্রকাশিত হবে বলে সংগঠনটির সভাপতি এডভোকেট মোঃ জমিরুল ইসলাম চৌধুরী নিশ্চিত করেছেন।