রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : নিজের তৃতীয় ওভারে বল হাতে নিয়ে স্টিফেন ডোহানির কাছে চার হজম করেন হাসান মাহমুদ। পরের বলে দেন ডট। তৃতীয় বলে তাকে মুশফিকুর রহিমের ক্যাচ বানান ডানহাতি পেসার।
পঞ্চম ওভারে ১২ রানে প্রথম উইকেট পেয়ে গেলো বাংলাদেশ। ৮ রান করে মাঠ ছাড়লেন ডোহানি।
বোলিংয়ে দারুণ শুরু হলো বাংলাদেশের। উইকেট না পেলেও প্রথম পাঁচ বলে কোনও রান দেননি হাসান মাহমুদ। স্টিফেন ডোহানি শেষ বলে তিনটি রান নেন। দ্বিতীয় ওভারেও তাসকিন আহমেদ আঁটসাঁট বোলিংয়ে ১ রান দেন। তারও প্রথম পাঁচটি বল ডট ছিল।
হাসানের দ্বিতীয় ওভার ছিল মেডেন। প্রথম তিন ওভারে ৪ রান তুলেছিল আয়ারল্যান্ড। ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে প্রথম বাউন্ডারির দেখা পায় তারা। তাসকিনকে কভার ড্রাইভে চার মেরে রানের খাতা খোলেন পল স্টার্লিং।
শেষ খবর পাওয়া পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ২১ রান।