সোমবার, ০৫ জুন ২০২৩, ০৭:০১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: অসাধারণ লুক ও অভিনয় দক্ষতায় ইদানীং বলিউডে জনপ্রিয় নায়িকাদের তালিকায় ঢুকে পড়েছেন সারা আলি খান। সামাজিক মাধ্যমে দারুণ সক্রিয় সারা। বিশেষ করে নিজের ছড়া বলার গুণে দর্শকের মন জয় করেছেন সাইফ আলি খানের মেয়ে। সম্প্রতি তার একটি ছবি মুক্তি পেয়েছে, নাম ‘গ্যাসলাইট’। শেহনাজ গিলের চ্যাট শোতে সম্প্রতি ছবির প্রচারে গিয়েছিলেন সারা।
আর সেই শোতে গিয়েই দারুণ কাণ্ড ঘটালেন সারা আলি খান। সারা নিজেই সেই ঘটনার ভিডিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা গেছে, পর্দার আড়ালে গিয়ে সারাকে ‘নক নক’ বলে ডাকছেন শেহনাজ। সারা বলছেন, গানের লাইন ধরে, ‘কুন্ডি মাত খড়কাও রাজা’। অর্থাৎ দরজা ধাক্কানোর প্রয়োজেন নেই। এরপরই দেখা যায়, শেহনাজ সেই পর্দার আড়ালে ঢুকে পড়লেন।