রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:১২ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : দিন দুয়েক আগে ভারতে দিল্লিসহ আশেপাশের বেশ কিছু এলাকা কেঁপে উঠেছিল ভূমিকম্পে। প্রায় ৪৫ সেকেন্ড ধরে তিন দফায় অনুভূত হয়েছিল কম্পন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৭।
এই ভূমিকম্পে অনেক ক্ষয়ক্ষতি না হলেও তৈরি হয়েছিল আতঙ্ক। এমন সময়েই অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠীর এক ভিডিও ঘিরে তুলোধোনা করছেন নেটিজেনরা। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের এক প্রতিবেদনে জানানো হয়, ভূমিকম্প যখন অনুভূত হচ্ছিল তখন চন্ডীগড়ে ছিলেন দিব্যাঙ্কা। ভূমিকম্পের সময় বাড়ির বাইরে বেরিয়ে আসেন তিনি। এসেই লাইভ সোশ্যাল মিডিয়ায় লাইভ শুরু করেন।
তাকে বলতে শোনা যায়, ‘কী উত্তেজিত লাগছে। কী মজা লাগছে। প্রথমবার এই ভাবে ভূমিকম্প অনুভূত হচ্ছে। গলির সব লোক নিচে নেমে এসেছে। দারুণ মজা হচ্ছে, তবে বেশি যেন না হয়।’
আর এরপরেই ট্রোলের মুখে পড়তে হয় তাকে। অনেকেই প্রশ্ন তোলেন তার মানসিক সুস্থতা নিয়ে। আসে সাম্প্রতিক কালে তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের প্রসঙ্গ।
তাকে লেখেন, ‘কতটা অসংবেদনশীল কেউ এমনটা বলতে পারে? মানুষ ভয় পেয়ে দৌড়াচ্ছিল। প্রিয়জনকে আগলে রাখার চেষ্টা করছিল। আর সেখানে তিনি এ সব কী বলছেন?’ আরেকজন লেখেন, ‘জনপ্রিয়তা পাওয়ার আশায় কি এতটা নিচে নেমে গেলেন তিনি?’
এর আগেও ট্রোলের মুখে পড়তে হয়েছে এই নায়িকাকে। পোশাক নিয়েও হয়েছেন ট্রোল্ড। তাকে এক টুইটার ব্যবহারকারী একবার প্রশ্ন করেছিলেন, কেন তিনি ওড়না ব্যবহার করেন না?’
উত্তরে তিনি লিখেছিলেন, ‘আপনাদের মতো মানুষেরা যাতে মেয়েদের ওড়না ছাড়া মেয়েদেরও সম্মানে চোখে দেখা শুরু করেন সেই কারণেই ওড়না পরিনি আমি। দয়া করে নিজের এবং আপনার আশেপাশের মানুষদের দৃষ্টিভঙ্গি বদলান। একজন নারী কী পরবে আর কী পরবে না তা নিয়ে আঙুল তোলা বন্ধ করুন।’
সে সময় অনুরাগীরা তার পাশে দাঁড়িয়েছিলেন। পোশাকের ভিত্তিতে কাউকে বিচার করার যে প্রবণতা রয়েছে, তা নিয়ে সোচ্চার হয়েছিলেন তারা। তবে এই ঘটনায় দিব্যাঙ্কা পাশে পেলেন না তার ভক্তদের। বরং তারাই সমালোচনা করলেন।