1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

হয়রত শাহজালাল (র.) ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ইফতার বিতরণ মাসব্যাপী চলবে

  • আপডেট টাইম : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৮৯ বার পঠিত

শহর প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও রোজাদার ব্যক্তিদের মাঝে মাসব্যাপী বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে হযরত শাহজালাল (র.) ওয়েলফেয়ার ফাউন্ডেশন মৌলভীবাজার।

শুক্রবার ১ম রমজান বিকাল থেকে ইফতারের পূর্ব পর্যন্ত চলাচলরত যানবাহন, বিভিন্ন মোড়ে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী, হাফিজিয়া মাদ্রাসা ও ধর্মীয় উপাসনালয় সহ উপজেলার বিভিন্ন এলাকায় ধনী-গরীব নির্বিশেষে প্রায় শতাধিকের উপর রোজাদার মানুষের মধ্যে পানিসহ প্যাকেটজাত ইফতারসামগ্রী বিতরণ করা হয়।

ধারাবাহিক ৩০ রমজান পর্যন্ত রোজাদারের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হবে। বিতরণে সহযোগিতা করছে হযরত শাহজালাল (রঃ) ওয়েলফেয়ার ফাউন্ডেশন মৌলভীবাজার।

এসময় উপস্থিত ছিলেন, হযরত শাহজালাল (র.) ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিয মাওলানা আলাউর রহমান টিপু, সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব দিলদার হোসেন, ফাউন্ডেশনের দায়িত্বশীল মাওলানা মোস্তফা আহমদ, জাকির হোসেন জবলু, জুবায়ের আহমদ রাজু, তুষার আহমদ, আশরাফ আহমদ প্রমুখ।

এ বিষয়ে ফাউন্ডেশনের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিয মাওলানা আলাউর রহমান টিপু জানান, বরকতপূর্ণ মাসে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে প্রতিবছরের ন্যায় এবারও ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছি।

মাসব্যাপী শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং বদর দিবস ও শবে কদরে বড় আকারে ইফতার বিতরণ করবো। রমযানে খাদ্য সামগ্রী প্রয়োজনে আমাদের জানাবেন, ইনশাআল্লাহ! বাড়িতে যথাসময়ে পৌঁছে দেয়া হবে। বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মাসব্যাপী ব্যতিক্রমী এ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সকল বৃত্তবানদের বিভিন্ন কর্মসূচি গ্রহণের দাবি করেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..