1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
জাতীয় :  সন্ধ্যায় তিন বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

‘আমরা ব্রাজিলকে হারালাম, তারাবির নামাজের পরে’

  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৬৩ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : কাতারে রূপকথার মতো বিশ্বকাপ কেটেছিল মরক্কোর। বেলজিয়াম, স্পেন, পর্তুগালের মতো বড় বড় দলকে নাস্তানাবুদ করেছিল আরব আফ্রিকান দেশটি। আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে খেলেছিল তারা। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই ব্রাজিলকে হারিয়ে দিলো মরক্কানরা। শনিবার ঘরের মাঠে ফিফার শীর্ষ র‌্যাঙ্কিংধারী দলের বিপক্ষে ২-১ গোলের দুর্দান্ত জয়ে মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই আনন্দের সাগরে ভাসছেন।

ইবনে বতুতা স্টেডিয়ামে ৬০ হাজারের বেশি দর্শক দেশের বীর ফুটবলারদের খেলা দেখতে এসেছিল। তাদের হতাশ করেনি হাকিম জিয়েশরা। সোফিয়ানে বৌফলের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কাসেমিরো ব্রাজিলকে সমতায় ফেরালেও আবদেলহামি সাবিরির গোল এনে দেয় ঐতিহাসিক জয়।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এটি মরক্কোর প্রথম জয়। এই প্রাপ্তির আনন্দ আরও সুমধুর করে তুলেছে রোজা। দলের খেলোয়াড়রা রোজা রেখেছিলেন, ইফতার করার পর তারাবির নামাজও পড়েন। ঘণ্টাখানেক পর মাঠে নেমে মেলে সাফল্য।

রেগরাগুই ম্যাচ শেষে বলেছেন, ‘আমরা ব্রাজিলকে হারালাম, রোজার মধ্যে, তারাবির নামাজ পড়ার পর। এটা অবিশ্বাস্য।’ প্রথম গোল করা বৌফলে টেলিফুটকে বললেন, ‘আমরা এখনও স্বপ্ন দেখছি! বিশ্বকাপ থেকে আমাদের মোমেন্টাম ধরে রেখেছি এবং এটা আনন্দদায়ক।’

আগামী ২৮ মার্চ মঙ্গলবার আরেক দক্ষিণ আমেরিকান দেশ পেরুর মুখোমুখি হবে মরক্কো। সেখানেও জয়ের ধারা ধরে রাখতে বদ্ধপরিকর অ্যাটলাস লায়নরা।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..