1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
জাতীয় :  সন্ধ্যায় তিন বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

বড়লেখায় সালিশে কথিত চোরের নেতৃত্বে ব্যবসায়ির ওপর সন্ত্রাসী হামলা

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৪৩ বার পঠিত

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা সদরের হাজীগঞ্জ বাজারের স্টেশন রোডের রেলওয়ে মার্কেটের সুপারি ব্যবসায়ি আবু বক্করকে সালিশ বৈঠকে অভিযুক্ত চোররা পিটিয়ে গুরুতর আহত করেছে। সিসি ক্যামেরার ফোটেজ পর্যালোচনায় সুপারি চোর সনাক্ত হলে বাজার বণিক সমিতি গত শুক্রবার ভুক্তভোগী ব্যবসায়ি আবু বক্করের সুপারির আড়তে অভিযুক্তকে নিয়ে অনুষ্ঠিত সালিশ বৈঠকে এই হামলার ঘটনা ঘটে। এব্যাপারে আহত ব্যবসায়ির ভাই আবুল কাশেম চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

জানা গেছে, গত ২১ মার্চ ব্যবসায়ি আবু বক্করের আড়ত থেকে ৬০ হাজার টাকা মূল্যের এক বস্তা সুপারি চুরি যায়। দোকানের সিসি ক্যামেরার ফোটেজ পর্যালোচনায় জাকির হোসেন নামে এক যুবককে সুপারি চুরির সম্পৃক্ততা পাওয়া যায়। বিষয়টি তিনি বাজার ব্যবসায়ি সমিতিকে অবহিত করলে সমিতি নেতৃবৃন্দ অভিযুক্ত জাকিরের সাথে যোগাযোগ করে শুক্রবার সালিশ বৈঠক ডাকেন। সালিশ বৈঠক চলাকালে অভিযুক্ত জাকির হোসেন, তার সহযোগি হাসান মিয়া, ফয়েজ উদ্দিন, নাইম আহমদ সহ অজ্ঞাত ব্যক্তিরা অতর্কিতভাবে ব্যবসায়ি আবু বক্করের উপর সন্ত্রাসী হামলা চালায়, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও ক্যাশবাক্সের টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আহত ব্যবসায়ি আবু বক্করের ভাই আবুল কাশেম কথিত সুপারি চোর জাকির হোসেনসহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।

বাজার বণিক সমিতির যুগ্ম আহŸায়ক হারুনুর রশীদ বাদশা জানান, ব্যবসায়ি আবু বক্করের আড়ত থেকে ৬০ হাজার টাকার এক বস্তা সুপারি চুরি যায়। তিনি চোর সনাক্ত করে বাজার কমিটিতে বিচার দেন। বাজার কমিটির সালিশ বৈঠকে অভিযুক্ত জাকিরের নেতৃত্বে ব্যবসায়ির উপর যেভাবে সন্ত্রাসী হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট চালানো হল তা নজিরবিহীন ঘটনা। এ ঘটনায় ব্যবসায়িরা চরম উদ্বিগ্ন ও আতঙ্কিত।

বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, এব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..