সোমবার, ০৫ জুন ২০২৩, ০৩:২৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ডের আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে সুরাট দায়রা আদালতে আবেদন করেছেন। সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস রোববার একথা জানায়। আগামীকাল সোমবার রাহুলের আবেদনের শুনানির দিন ধার্য করেছেন আদালত।
সূত্রের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মানহানির মামলায় সাজার ওপর স্থগিতাদেশ চাইতেই রাহুল আদালতে আইনি লড়াইয়ে নামতে চলেছেন। আদালতের নির্দেশের ওপর স্থগিতাদেশ বহাল হলেই রাহুল তার সাংসদপদ ফিরে পেতে পারেন।
গত ২৩ মার্চ, সুরাটের একটি আদালত ‘মোদি’ পদবী নিয়ে মন্তব্যের জেরে মানহানি মামলায় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুলকে দোষী সাব্যস্ত করে তাকে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। সেদিনই আদালত ১৫ হাজার রূপির ব্যক্তিগত বন্ডে রাহুলের জামিনের আবেদন মঞ্জুর করেন। কারাদণ্ডের সাজা ঘোষণার পর রাহুলকে লোকসভা থেকে ‘অযোগ্য’ ঘোষণা করা হয়। বাতিল করা হয় তার সাংসদ পদ।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারণায়, রাহুল গান্ধী কর্ণাটকের কোলারে ‘সব চোরের পদবী কেন মোদি হয়’ বলে মন্তব্য করেন। এরপরই তার বিরুদ্ধে মানহানির মামলা হয়। তার বিরুদ্ধে সমগ্র মোদি সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত এবং কলঙ্কিত করার অভিযোগ আনা হয়।
এদিকে ২০১৯ সালের মন্তব্যের জেরে সুশীল কুমার মোদির দায়ের করা আরেকটি মানহানির মামলার মুখোমুখি হচ্ছেন রাহুল । পাটনার একটি আদালত এই মামলার বিষয়ে কংগ্রেস নেতাকে ১২ এপ্রিল হাজিরার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।