সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক : ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে জয়ের পর আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ফিল্ডিং করছে বাংলাদেশ। স্বাগতিক পেসাররাও শুরু থেকেই চেপে ধরেছে আইরিশদের। দলীয় ১৩ রানেই প্রথম আঘাত হেনেছেন পেসার শরিফুল ইসলাম। অন্য দুই উইকেট নিয়েছেন এবাদত হোসেন ও তাইজুল ইসলাম।
ম্যাচের ৫ম ওভারেই দলীয় ১১ রানের মাথায় প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। ১০ বলে ৫ রান করে শরিফুলের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান মারে কমিন্স। অন্য ওপেনার জেমস ম্যাককলাম অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে নিয়ে জুটি বাধার চেষ্টা করেন। দলীয় ২৭ রানের মাথায় আউট হয়ে যান জেমস ম্যাককলামও। এবাদত হোসেনের বলে সেকেন্ড স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। তার আগে করেন ৩৪ বলে ১৫ রান। ব্যক্তিগত ১৬ রানে তাইজুলের শিকার হন বালবির্নি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের রান ২২.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৯। হ্যারি টেক্টর ১২ ও ক্যাম্পার ১ রানে অপরাজিত আছেন।