শনিবার, ১০ জুন ২০২৩, ১২:৫৪ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা যিনি ইউরোপে হামলার পরিকল্পনা করেছিলেন, তিনি সিরিয়ায় নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই দাবি করেছে।
খবর বিবিসি।
খালিদ আয়াদ আহমেদ আল-জাবোরি নামে আইএসের ওই নেতা সোমবার নিহত হন। যুকরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড তার নিহত হওয়ার স্থান প্রকাশ করেনি।
সিরিয়ায় ওই নেতা যে হামলায় নিহত হয়েছেন, তাতে কোনো বেসামরিক নিহত হননি বা আহত হননি।
বলা হচ্ছিল সোমবার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম সিরিয়ায় ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
হোয়াইট হ্যালমেট এই টুইটে জানিয়েছে, ইদলিব প্রদেশের কিলি শহরের বাইরে ড্রোন থেকে এক ব্যক্তির ওপর একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
টুইটে হোয়াইট হ্যালমেট আরও বলেছে, আমাদের দল সাড়া দিয়ে আহত ব্যক্তিকে বাব আল-হাওয়া হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখানে তার মৃত্যু হয়।