1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য ২০ হাজার টাকা দিচ্ছেন সাকিব

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৯৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : অন্যান্য দিনের চেয়ে আজ ব্যতিক্রমী এক সকাল কাটিয়েছে ঢাকা শহর। বাতাসে ছিল আগুনে পোড়া গন্ধ।
ভয়াবহ আগুনে পুড়ে গেছে বঙ্গবাজার মার্কেটের অসংখ্য দোকান। সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক ব্যবসায়ী। এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ২০ হাজার টাকা দিচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসান। একইসঙ্গে আগামীকাল তাদের ইফতারের ব্যবস্থা করা হবে মাস্তুল ফাউন্ডেশনের সহযোগিতায়।

একপ্রান্তে যখন অগ্নিকাণ্ড চলছিল, তখন অপর প্রান্তে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সেই টেস্টের প্রথম দিন শেষ হতেই ফেসবুকে এক বার্তা দেন সাকিব।

টাইগার অধিনায়ক লেখেন, ‘সবাইকে আসসালামু আলাইকুম। রমজান মুবারাক।

আমি নিশ্চিত আপনারা সকলেই বঙ্গবাজার মার্কেটের হৃদয়বিদারক ঘটনার কথা জানেন। যেখানে সকলের তাদের ব্যবসায় ও তাৎক্ষণিক আয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যা খুব কঠিন এক সময়ে হয়েছে তাদের জন্য, বিশেষ করে পবিত্র রমজানে।

আগামীকাল ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য আমি সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে ২০ হাজার টাকা দান করছি। যা মাস্তুল ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত হবে। ‘

এর পরের ইফতারের খরচ বহনের জন্য তাসকিন আহমেদকে আহ্বান জানান সাকিব। তিনি আরও লেখেন, ‘আমি তাসকিন আহমেদকে মনোনীত করছি। সেও যেন আগামী ইফতারের জন্য একইভাবে ২০ হাজার টাকা দান করে। এই ভয়ানক পরিস্থিতিতে আমাদের ভাই ও বোনদের সাহায্য করার জন্য সবকিছু হয়তো করতে পারবো না। কিন্তু আমরা তাদের কষ্ট দূর করার জন্য কিছু করতে পারি। আসুন এখন একে অপরের পাশে দাঁড়াই, তাদের যেকোন উপায়ে সাহায্য করি এবং প্রত্যেকের জন্য একটি বরকতময় রমজান নিশ্চিত করি। ‘

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..