বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:৫৫ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার দোহার উপজেলা পার্শ্ববর্তী পদ্মা নদীতে ১ হাজার ৬০০ কেজি (৪০ মণ) জাটকা ও ১ লাখ ৩০ হাজার মিটার জালসহ সাতজনকে আটক করেছে নৌ-পুলিশ।
বুধবার (৫ এপ্রিল) সকালে পদ্মার বিভিন্ন স্থান থেকে ওই সাত জেলেক আটক করেন।
আটকরা হলেন- দোহারের মধুরচর এলাকার মৃত আরফান বেপারীর ছেলে ফালান বেপারী (৫৫), মৃত ইলিয়াস মোল্লার ছেলে বিল্লাল (৪০), মৃত শেখ অলিমুদ্দিনের ছেলে কাদির (৬০), সিরাজ বেপারীর ছেলে শাকিল (২০), হামিদ হাওলাদারর ছেলে ইলিয়াস (৩০), শেখ মালেকের ছেলে রিপন শেখ (৩৫), ফয়জুল বেপারীর ছেলে মিজানুর রহমান (৩২)।
কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল ইসলাম জানান, বুধবার পদ্মায় অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা ও ১ লাখ ৩০ হাজার মিটার জালসহ ওই সাত জেলেকে আটক করা হয়েছে।
গত ১ এপ্রিল থেকে ০৭ এপ্রিল পর্যন্ত জাটকা ধরা নিষেধ। এ বিষয়ে আমরা জেলেদের নিয়ে সচেতনতামূলক সভাও করেছি। তবুও কিছু জেলে নিষধাজ্ঞা অমান্য করে জাটকা ধরছে।
জহিরুল ইসলাম আরও জানান, পঞ্চম দিন পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ মিটার জাল ও ১ হাজার ৮০০ কেজি জাটকাসহ মোট ২০ জেলেকে এ পর্যন্ত আটক করেছি। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত মামলা রজু করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।