শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে বিশেষ পৃথক অভিযানে নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত পলাতক নারী-পুরুষসহ ১৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ৫ এপ্রিল রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানে থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ফোর্সসহ শ্রীমঙ্গল থানার মামলা নং-০৭(৪)২৩ এর পলাতক আসামি সালাম মিয়া (৪৫) ও কালাম মিয়া (৪০) কে গ্রেফতার করেন।
অপর অভিযানে পুলিশ উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম, পুলিশ উপপরিদর্শক (এসআই) তীথংকর দাসসহ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সিআর-৪৫/২৩ এর পরোয়ানাভুক্ত আসামি আলকাছ মিয়া, মোঃ বুলবুল আহমদ, মোঃ ফেরদৌস আহমেদ, দেলুয়ার মিয়া, জয় বানু, জাহানারা বেগম, কেবল মিয়া, আলীম উদ্দিন, ফুল মিয়া, গোল বানু যতন দাশকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ।