বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:১২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিএনপি ও জামায়াতের দেশবিরোধী ষড়ষন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৮ মার্চ মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমানের নেতৃত্বে দুপুরে শহরে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি শান্তি মিছিল বের হয়ে এম সাইফুর রহমান রোডে এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে এম সাইফুর রহমান রোডে এলাকায় শান্তি সমাবেশ সংক্ষিপ্ত আলোচনার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমর হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: কামাল হোসেন প্রমুখ।
এছাড়াও শান্তি সমাবেশ উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক এডভোকেট নিখিল রঞ্জন দাশ, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ, অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সন, পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম চৌধুরীসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ ও শ্রমিকলীগের হাজারো দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।