1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
জাতীয় :  সন্ধ্যায় তিন বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

বগুড়া স্টেডিয়াম পুনর্বহালের সিদ্ধান্ত বিসিবির

  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৩৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে নিজেদের কার্যক্রম গুটিয়ে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মধ্যে বেহাল দশা হয় মাঠটির।
জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে দ্বন্দ্বের জের ধরে বিসিবি সরে আসার সিদ্ধান্ত নিয়েছিল। তবে এক মাসের ভেতরই আবার পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে তারা।

বগুড়ার স্টেডিয়াম নিয়ে শনিবার বিসিবিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর সেখানে কার্যক্রম ফেরানোর কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ঈসমাইল হায়দার মল্লিক। শুরুতে গ্রাউন্ডস কমিটির কাছে মাঠ থাকবে, পরে ধীরে ধীরে বিসিবি তাদের কার্যক্রমও ফেরাবে।

মল্লিক বলছিলেন, ‘শহীদ চান্দু স্টেডিয়াম ওভাবেই থাকছে এবং বিসিবি টেক ওভার করছে। আগামীকাল থেকে কার্যক্রম শুরু হবে। আমাদের অধীনে এনে এটাকে পরিচর্যা করতে হবে আগে। এরপর খেলা কী হবে কার খেলা হবে এসব গ্রাউন্ডস কমিটি ঠিক করবে। যেকোনো খেলার আগেই আমরা আগে গ্রাউন্ডস কমিটিতে পাঠাই উনারা অনুমোদন দিলে তবেই খেলা হয়। ’

এ সময় বগুড়া-৬ আসনের সংসদ সদ্য রাগেবুল আহসান রিপু বলেছেন, ‘আপনারা শুনেছেন আবার নতুনভাবে শুরু হচ্ছে। ক্রীড়ামন্ত্রী, পাপন ভাই ও সকল বোর্ড কর্মকর্তাকে আমি অভিনন্দন জানাচ্ছি যে তারা বুঝতে পেরেছেন। বগুড়ায় আন্তর্জাতিক মানের খেলার মাঠ থাকলেও আমাদের লোকাল খেলার কোনো মাঠ ছিল না। যার জন্য এই সংকট তৈরি হয়েছিল। উনারা আশ্বাস দিয়েছেন আলাদা মাঠ করবেন লোকাল খেলার জন্য। আমি মনে করি বগুড়া বাংলাদেশ ক্রিকেটে অনেক বড় অবদান রাখতে পারবে। ’

২০০৬ সালের ডিসেম্বরে সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হয় বগুড়ায়। এখানে হয়েছে একটি টেস্ট ম্যাচও। কিন্তু প্রায় দেড় দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ম্যাচ নেই বগুড়ায়। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম বলছেন, চাইলে সম্ভব হবে সেটিও।

তিনি বলছিলেন, ‘প্রথমত বগুড়াতে এখন হোটেলের সমস্যা নাই। বগুড়াতে এখন যে হোটেল আছে তা আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে সম্পূর্ণভাবে প্রস্তুত। নতুন যে ধারাগুলো এসেছে সেগুলো নিয়েও আমরা আলাপ করেছি। আগে বগুড়াতে আমরা খেলা পরিচালনা করেছি, বাসে করে যেতে হতো। খুলনা থেকে বাসে করে দুটো দল বগুড়ায় এসে খেলেছে। আজকাল খেলা এতো পরিমাণে হচ্ছে যাত্রার সময়টা সংকীর্ণ হয়ে গেছে। তবে এ ব্যাপারেও উনারা যে প্রস্তাবনা দিয়েছেন সেটা সম্ভব। আমরা এ নিয়ে সরকারের সাথে আলাপ আলোচনা করবো। ‘

‘মাঠ, শুধু মাঠ তো না মাঠের অবকাঠামো, ড্রেসিং রুম আছে এগুলো আকরাম দেখছে (বিসিবি ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান আকরাম খান)। অবকাঠামোর মধ্যে ড্রেসিং রুম ছাড়াও অন্যান্য, ইনডোর সুবিধা…এগুলো ঠিক করতে পারি যেন আন্তর্জাতিক ম্যাচ আবারও আয়োজন করা যায়। আইসিসির কাছে এ জন্য অনুমোদন নিতে হবে পুনরায়। ’

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..