বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১২:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোটার : বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ১৯৯৪-৯৫-৯৬ সালে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন কেয়ারটেকার সরকার ছাড়া কোন নির্বাচন বাংলাদেশে হতে দেবনা এবং কেয়ারটেকার সরকার ছাড়া অন্য কোনও সরকারকে নিরপেক্ষ মনে করিনা। তিনি শনিবার মৌলভীবাজার শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত ইফতার পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আব্দুল আউয়াল মিন্টু বর্তমান প্রধান মন্ত্রীর কথা উল্লেখ করে আরও বলেন, বর্তমান প্রধান মন্ত্রী বলেছিলেন, কেয়ারটেকার সরকার ছাড়া নিরপেক্ষ সরকার হয়না, নিরপেক্ষ সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন হয়না, নিরপেক্ষ সরকার ছাড়া গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়না। অথচ তিনিই বর্তমানে বলছেন, কেয়ারটেকার সরকারের অধিনে নির্বাচন হবেনা। আবার তিনি আজ কাল বলেন ভোট চুরকে কেউ পছন্দ করেনা। বিএনপি ভোট চুরি করেছে কেউ কখনও বলেনি। বাংলাদেশে একমাত্র ভোট চোর হলো বর্তমান সরকার।
মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ ফয়জুল করিম ময়ুন, সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক। দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা সহ, দেশ ও জাতির কল্যাণ চেয়ে মোনাজাত করা হয়।