বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী কিশওয়ার মার্চেন্ট। ‘হিপ হিপ হুররে’, ‘এক হাসিনা থি’, ‘ইতনা কারো না মুঝে প্যায়ার’সহ বেশ কিছু টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কাস্টিং কাউচের তিক্ত অভিজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী।
কিশওয়ার মার্চেন্ট বলেন, ‘একবারই একটি মিটিংয়ে গিয়েছিলাম। তখনই এই ঘটনা ঘটে। আমার সঙ্গে মা ছিলেন। নামকরা নায়কের সঙ্গে বিছানায় যেতে বলা হয়েছিল। আমি বিনয়ের সঙ্গে প্রস্তাবটি ফিরিয়ে দিয়ে চলে আসি। আমি বলব না এরকম ঘটনা অনেক হয় অথবা এটি স্বাভাবিক ঘটনা। ইন্ডাস্ট্রির বদনাম হবে, তবুও বলছি, প্রতিটি ইন্ডাস্ট্রিতেই এই রকম ঘটনা ঘটে।’
তবে কাস্টিং কাউচের এই তিক্ত অভিজ্ঞতা তার লক্ষ্যে কোনো প্রভাব ফেলেনি বলে জানান কিশওয়ার। বরং তিনি কাজে আরো মনোযোগী হতে শুরু করেন। এই অভিনেত্রীর ভাষায়, ‘আমি কাজে খুব মনোযোগ দিতাম। টিভি ধারবাহিকের দিকে ঝুঁকে যাই। মানসম্মত অনেক কাজ পেতে শুরু করি। এক কথায়, আমার ক্যারিয়ার নিয়ে আমি খুশি।’
টিভি ধারাবাহিক ছাড়াও ‘ভেজা ফ্রাই’ সিনেমায় অভিনয় করেছেন কিশওয়ার মার্চেন্ট। ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের নবম আসরে প্রতিযোগী ছিলেন তিনি।