বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১০:৪৩ পূর্বাহ্ন
সিলেট প্রতিনিধি :: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়রপদে নৌকা পেতে এ পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের ১০ নেতা। তাদের মধ্যে নয় জন আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত । বাকি একজন ক্রীড়া সংগঠক হিসেবেই পরিচিত।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের তৃতীয় দিনে মঙ্গলবার (১১ এপ্রিল) আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন তিনজন। তারা হলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম এবং মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আবদুল খালিক।
আজ বুধবার (১২ এপ্রিল) মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন।
মনোনয়ন ফরম সংগ্রহ করা ১০ জনের মধ্যে নয় জনই আগে থেকেই মাঠে ছিলেন। শেষ মুহূর্তে সেই তালিকায় মাহি উদ্দিন সেলিমের মনোনয়ন ফরম সংগ্রহ চমক সৃষ্টি করেছে।
এর আগে গত রবিবার (৯ এপ্রিল) থেকে দলের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিনে মনোনয়ন ফরম কেনেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু।
দ্বিতীয় দিনে সোমবার (১০ এপ্রিল) মনোনয়ন ফরম সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এটিএমএ হাসান জেবুল ও মহানগর আওয়ামী লীগ নেতা প্রিন্স সদরুজ্জামান চৌধুরী।