রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক :: বেলারুশে গ্রেফতার সাংবাদিকের মুক্তির দাবিতে বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। বেলারুশের বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে পোল্যান্ড ও লিথুয়ানিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে হাজারও মানুষ।
এ ছাড়া বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইউক্রেন এবং বেলারুশের ঘনিষ্ঠ সহযোগী দেশ রাশিয়ায়। হাজারো মানুষ দেশটির বিক্ষোভকারীদের পক্ষে অংশ নিয়ে বেলারুশ সরকারের তীব্র নিন্দা জানায়।
সম্প্রতি গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী রায়ানএয়ারের একটি বিমানের গতিপথ পরিবর্তনে বাধ্য করে তা বেলারুশে অবতরণ করিয়ে দেশটির সাংবাদিক এবং আন্দোলনকর্মী রোমান প্রোতাসেভিচ ও তার বান্ধবীকে গ্রেফতার করে দেশটি। এর প্রতিবাদে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীরা গ্রেফতার সাংবাদিকের মুক্তির দাবি জানান।