রবিবার, ২৮ মে ২০২৩, ০৯:৪৯ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট::পপ তারকা রিয়ান্না এখন টুইটারের সবচেয়ে জনপ্রিয় নারী। সবচেয়ে বেশি ফলোয়ার এখন রিয়ান্নার। এর আগে এই খেতাব ছিল কেটি পেরির।
একাধারে পারফর্মার, মিউজিশিয়ান ও ব্যবসায়ী রিয়ান্না। ক্যারিয়ারে দারুণ সময় কাটাচ্ছেন এই তারকা। তার মাঝে টুইটারে এই কৃতিত্ব অর্জন করে শিরোনামে এলেন তারকা।
‘সোশ্যাল ব্লেড’-এর সূত্রে জানা গেছে, টুইটারে সবচেয়ে বেশি ফলোয়ার এখন ইলন মাস্কের। দ্বিতীয় স্থানে আছেন বারাক ওবামা, তৃতীয় স্থানে জাস্টিন বিবার। এরপরেই আছে রিয়ান্নার নাম। পঞ্চম স্থানে চলে গেছে কেটি পেরির নাম।
সংগীত অঙ্গনে অনেক আগে থেকেই বিচরণ, তবে এখন রিয়ান্না মাতাচ্ছেন টিভি ও চলচ্চিত্র অঙ্গনও। বর্তমানে দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন এই গায়িকা।