1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

মহান আল্লাহর ৯৯ গুণবাচক নামের অর্থ জানার চেস্টা

  • আপডেট টাইম : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৪৬১ বার পঠিত

আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে, যে নামেই ডাকো না কেন,সব সুন্দর নাম তাঁরই (বনী-ইসরাইল -১১০)। আর আল্লাহর এই সুন্দর নাম উচ্চারণ করলেই মনে শান্তি চলে আসে খুব সহজেই। আল্লাহর ৯৯ গুণবাচক নাম এর ফজিলত অপরিসীম । এই নামগুলির অর্থ জানা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্যই জরুরি । মহান আল্লাহ তা’আলা তাঁর বান্দাদেরকে এ সকল নামের মাধ্যমে তাঁর নিকট দোয়া প্রার্থনা করতে আদেশ করেছেন । মহান আল্লাহ এক এবং অদ্বিতীয় । তিনির কোন আকার নেই । তিনি আমাদের প্রভু । তিনি এই পৃথিবীর মানুষ এবং জীবজন্তুর স্রস্টা । তিনি এই ভূমণ্ডল এবং নভোমণ্ডলের মালিক । এক কথায় এই পৃথিবীর সব দেখা না দেখা সব সম্পদ, সব সুন্দর , সব সৃষ্টির তিনিই মালিক। তিনি কারো উপর নির্ভর নন কিন্তু আমরা আমাদের প্রভুর উপর নির্ভর। মহান আল্লাহর অধীনে চলে মানুষ এবং ফেরেশতারা । তিনি এই পৃথিবী নিয়ন্ত্রণ করেন আপন ক্ষমতায় । চন্দ্র, সূর্য, গ্রহ নক্ষত্র সব উনার ইশারায় চলে এবং দিন ও রাত উনার ইচ্ছাতেই হয় । তিনি হলেন পরম দয়ালু । তিনির দয়া ছাড়া কোন বান্দার বেহেশত লাভ করা সম্ভব হবেনা । তিনি তার প্রিয় বান্দাদের সুবিধা দেন কিন্তু সুবিধা নেয়ার দরকার হয়না । তিনি মানুষকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন কিন্তু চিন্তা করুন মানুষ যদি অক্সিজেন ক্রয় করতে হত,তবে কি সম্ভব ছিল মাত্র বছর খানেক বেঁচে থাকা ? অবশ্যই না । আসুন আমাদের এই মহান রবের ৯৯ টি গুণবাচক নাম ও তার অর্থ জেনে নেই। তা জানার পূর্বে আল্লাহর এই নাম সম্পর্কে আমাদেররাসূলুল্লাহ (সা:) কি বলেছেন জেনে নেই। তিনি বলেন, নিশ্চয় আল্লাহ তাআলার নিরানব্বই(এক কম একশত)নাম আছে। যে ব্যক্তি এগুলো সংরক্ষণ করবে সে জান্নাতে প্রবেশ করবে । (বুখারী -২৭৩৬ ,মুসলিম-২৬৭৭)। এখানে সেই মহিমান্বিত নাম গুলি ক্রমানুসারে নিম্নে উল্লেখ্ করা হলো ।
১। আলাহ অর্থ আল্লাহ (এক-অদ্বিতীয়), ২।আর রাহমান অর্থ পরম দয়ালু , ৩। আর রাহিম অর্থ পরম করুণাময়, অতিশয়- মেহেরবান,৪।আল মালিক অর্থ সর্বোচ্চ ক্ষমতার মালিক, ৫। আল কুদ্দুছ অর্থ পবিত্র, ৬। আস্-সালাম অর্থ শান্তিদাতা , ৭।আল-মুমিন অর্থ নিরাপত্তাদাতা, ৮।আল-মুহাইমিন অর্থ রক্ষাকারী, প্রতিপালনকারী,৯।আল-আযিম অর্থ মহাপরাক্রমশালী, ১০।আল-জাব্বার অর্থ মহাক্ষমতাশালী, ১১।আল-মুতাকাব্বির অর্থ সর্বাপেক্ষা মহান, ১২।আল-খালিক অর্থ সৃষ্টিকর্তা, ১৩। আল-বারী অর্থ উদ্ভাবনকারী,১৪। আল-মুসাউয়্যির অর্থ আকৃতিদানকারী, ১৫। আল-গাফফারু অর্থ ক্ষমাশীল ও আবৃতকারী, ১৬। আল-কাহহারু অর্থ সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখার মালিক, ১৭।আল-ওয়াহহাবু অর্থ সবকিছুর দাতা, ১৮।আর-রাজ্জাকু অর্থ মহান রুজিদাতা, ১৯। আল-ফাত্তাহ অর্থ মহান বিপদ দূরকারী, ২০। আল- আলীমু অর্থ বহু প্রশস্ত জ্ঞানের অধিকারী, ২১। আল-কাবিযু অর্থ রুজি সংকীর্ণকারী, ২২। আল-বাসিতু অর্থ রুজি বৃদ্ধিকারী , ২৩। আল-খাফিযু অর্থ অবনতকারী, ২৪। আর- রাফি’উ অর্থ উচ্চে স্হাপনকারী, ২৫। আল-মু’ইজ্জু অর্থ সম্মানদাতা, ২৬। আল-মুযিল্লু অর্থ অবমাননাকারী, ২৭। আস-সামী’উ অর্থ সবকিছু শ্রবণকারী, ২৮।আল-বাছিরু অর্থ সবকিছুর দর্শক, ২৯। আল-হাকামু অর্থ অটল বিচারক , মহা বিচারপতি, চূড়ান্ত হুকুমদাতা, হুকুমদাতা, ৩০। আল- আদলু অর্থ পরিপূর্ণ ইনসাফকারী, ৩১। আল-লাতীফু অর্থ পরম স্নেহশীল, সকল-গোপন-বিষয়ে-অবগত, সূক্ষ্মদর্শী, ৩২। আল- খাবিরু অর্থ মহাজ্ঞানী ও সতর্ক, ৩৩। আল- হালিমু অর্থ মহা ধৈর্যশীল, ৩৪। আল- ‘আযিমু অর্থ অতীব মহান, ৩৫। আল- গাফুরু অর্থ মহা ক্ষমাশীল, ৩৬। আশ- শাকুরু অর্থ গুণগ্রাহী , ৩৭। আল-আলিয়্যু অর্থ মহা উন্নত, ৩৮। আল-কাবিরু অর্থ সর্বাপেক্ষা বড়, ৩৯। আল- হাফিযু অর্থ সকলের হেফাজতকারী, ৪০। আল-মুকিতু অর্থ মহান শক্তিদাতা , ৪১। আল-হাসিবু অর্থ হিসাব গ্রহণকারী , ৪২। আল-জালীলু অর্থ মহিমান্বিত, ৪৩।আল-কারিমু অর্থ মহান দাতা , ৪৪। আল- রাকীব অর্থ তত্ত্বাবধায়ক , ৪৫। আল-মুজিবু অর্থ প্রার্থনা গ্রহণকারী, ৪৬। আল- ওয়াসি’উ অর্থ প্রশস্ততার অধিকারী, ৪৭।আল-হাকীমু অর্থ মহা প্রজ্ঞাময়, ৪৮। আল- ওয়াদুদু অর্থ স্নেহশীল, ৪৯। আল-মাজীদু অর্থ মহা গৌরবমণ্ডিত, ৫০। আল-বাইছু অর্থ মৃতকে জীবনদানকারী, ৫১। আশ- শাহীদু অর্থ মহান সাক্ষী, ৫২। আল-হাক্ক অর্থ হক ও অবিচল , ৫৩। আল-ওয়াকীলু অর্থ মহান কার্য সম্পাদানকারী, ৫৪। আল-কাবিয়্যু অর্থ মহাশক্তিমান, ৫৫। আল-মাতিনু অর্থ কঠিন শক্তিধর , ৫৬। আল-ওয়ালিউ অর্থ অভিভাবক, ৫৭। আল- হামিদু অর্থ মহাপ্রশংসিত,৫৮। আল-মুহছী অর্থ হিসাব গ্রহণকারী, ৫৯। আল-মুবদি’উ অর্থ সূচনাকারী, ৬০। আল- মুঈ’দ পুনরায়- সৃষ্টিকর্তা, ৬১। আল-মুহ’য়ী অর্থ জীবন- দানকারী, ৬২। আল- মুমীতু অর্থ মৃত্যুদানকারী ৬৩। আল-হাইয়্যু অর্থ চিরঞ্জীব, যার কোন শেষ নেই, ৬৪। আল- কাইয়্যুম সবার রক্ষাকর্তা ও পরিচালক, ৬৫। আল-ওয়াজিদ অর্থ অফুরন্ত ভাণ্ডারের অধিকারী, ৬৬। আল- মুহীত অর্থ পরিবেষ্টনকারী, ৬৭। আল-ওয়াহিদ অর্থ এক ও অদ্বিতীয়, ৬৮। আস্-ছামাদ অর্থ অমুখাপেক্ষী ,স্বয়ংসম্পূর্ণ, ৬৯।আল-কাদিরু অর্থ সর্বশক্তিমান, ৭০। আল-মুক্তাদির অর্থ পূর্ণ শক্তির অধিকারী, ৭১। আল-মুকাদ্দিমু অর্থ অগ্রসরকারী, ৭২। আল- মু’আখিখরু অর্থ বিলম্বকারী,৭৩। আল- আউয়াল অর্থ সর্বপ্রথম , ৭৪।আল-আখির অর্থ সর্বশেষ, ৭৫। আজ-জাহিরু অর্থ প্রকাশ্য, ৭৬। আল- বাতিনু অর্থ গুপ্ত, ৭৭। আল-ওয়ালিউ অর্থ অভিভাবক, ৭৮।আল-মুতাআ’লী অর্থ চির-উন্নত , ৭৯। আল-বার কল্যাণদাতা, ৮০। আত-তাওয়াবু অর্থ মহান তওবাকবুলকারী, ৮১। আল-মুন্তাকিম অর্থ প্রতিশোধ গ্রহণকারী, ৮২। আল- আফুউ অর্থ গুনাহ ক্ষমাকারী, ৮৩। আর-রাউফু অর্থ অতিশয় দয়ালু, ৮৪। মালিকুল-মুলক অর্থ সমগ্র জগতের বাদশা, ৮৫। যুল-যালালি ওয়াল-ইকরাম অর্থ গৌরব ও মহত্ত্বের অধিকারী, ৮৬। আল-মুকসিত অর্থ ন্যায়পরায়ণ, ৮৭। আল- জামি’উ অর্থ সবাইকে একত্রকারী, ৮৮। আল-গানিয়্যু অর্থ মহা সম্পদশালী/ স্বয়ংসম্পূর্ণ , ৮৯। আল- মুগনি’য় অর্থ ঐশ্বর্যদানকারী, ৯০। আল-মানি’য় অর্থ অকল্যাণরোধক,প্রতিরোধকারী,নিষেধকারী, ৯১।আদ্-দার অর্থ অনিষ্টকারী, ৯২। আন-নাফি’য় অর্থ উপকারকারী, কল্যাণকারী, ৯৩। আন্-নূর অর্থ জ্যোতি ৯৪। আল- হাদী অর্থ পথ প্রদর্শক ,৯৫।আল-বাদীই অর্থ অতুলনীয়, ৯৬। আল-বাকি’য় অর্থ চিরস্হায়ী, অবিনশ্বর, ৯৭। আল- ওয়ারিস অর্থ উত্তরাধিকারী, ৯৮। আর- রাশীদ অর্থ সঠিক পথ প্রদর্শক, বিচক্ষণ, ৯৯। আস-সাবুর অর্থ মহাধৈর্যশীল।
পরিশেষে বলতে চাই , আমরা নিজেদের প্রয়োজনে অনেক কিছুই করে থাকি কিন্তু যে মহান আল্লাহ আমাদেরকে এই পৃথিবী দেখালেন আবার তিনির কাছেই যখন ফিরে যেতে হবে , তাই অন্তত উনার নাম সম্পর্কে বিশাল জ্ঞান নিয়ে যাওয়াই আমি সঠিক মুমিনের দায়িত্ব মনে করি । জানিনা হয়তো মহান আল্লাহর এই নামগুলি বেশি বেশি স্মরণের আমলের কারণে তিনির দয়ায় বান্দাকে বেহেশত দিয়ে দিতে পারেন এবং এটাই হতে পারে সহজে বেহেশত লাভের উপায়। আর এই আশা রেখে এই নামগুলির আমল বেশি বেশি করে করতে হবেসকল মুসলমানদের ।
লেখকঃ আজিজুল আম্বিয়া, প্রাবন্ধিক ও কলামিস্ট। ইমেইলঃ[email protected].

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..